জাপানের পানিসীমায় দুর্ঘটনার কবলে মার্কিন যুদ্ধজাহাজ

nonameযুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি যুদ্ধজাহাজ শনিবার জাপানের পানিসীমায় দুর্ঘটনার কবলে পড়েছে। সাগামি উপসাগরে এক অনুশীলন চলাকালে একটি জাপানি টাগবোটের সঙ্গে সংঘর্ষে জাহাজটি ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এক বিবৃতিতে এ দুর্ঘটনার কথা স্বীকার করেছে মার্কিন নৌবাহিনী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, বাণিজ্যিক টাগবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মার্কিন ড্রেস্টয়ার ইউএসএস বেনফোল্ডকে আঘাত করে। এতে যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার শিকার যুদ্ধজাহাজটির এক পাশে আঁচড় লেগেছে। এতে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখনও ভালোভাবে সমুদ্রে অবস্থান করছে। তবে ধাক্কা দেওয়া জাপানি টাগবোটটিকে বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। অন্য একটি জাহাজ এটিকে সেখান থেকে সরিয়ে নেয়।