উ. কোরিয়া ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’: ট্রাম্প

উত্তর কোরিয়াকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকা থেকে বাদ দেওয়ার ৯ বছর পর আবারও সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত হলো দেশটি। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ট্রাম্পপ্রতিবেদনে বলা হয়,  মন্ত্রিসভার বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন ট্রাম্প। তবে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, বাস্তবে এর প্রয়োগ কম হতে পারে।

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সমালোচনা করে আসছেন ট্রাম্প। তিনি একে আন্তর্জাতিক আইনে সন্ত্রাস বলে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসে ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘এটা অনেক আগেই হওয়া উচিত ছিলো।’

গত সেপ্টেম্বরে ‍উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিতে জাতিসংঘের কাছে প্রস্তাব দিয়েছিলো যুক্তরাষ্ট্র। এরইমধ্যে উত্তর কোরিয়া তাদের ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালায়। করতে থাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও।

সন্ত্রাসের পৃষ্ঠপোষক ঘোষণায় ইরান, সুদান ও সিরিয়ার মতো দেশগুলোর সঙ্গে তালিকায় যুক্ত হলো উত্তর কোরিয়া। এর আগে ২০০৮ সালে এই তালিকায় ছিলো দেশটি। পরে জর্জ বুশের প্রশাসনে তাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়।