ইরাকে ট্রাকবোমা হামলা, নিহত ৩২

ইরাকের উত্তরাঞ্চলীয় ‘তুজ খুরমাতু’ শহরে এক শক্তিশালী ট্রাক বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ জনেরও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

4bn3366880c56exm2d_800C450

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কিরকুক প্রদেশের শিয়া অধ্যুষিত শহরটির একটি ব্যস্ত মার্কেটে এ হামলা চালানো হয়।

শহরের হাসপাতাল সূত্র জানিয়েছে, এ হামলায় হতাহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

হামলায় নিহতদের মধ্যে ইরাকি নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য রয়েছেন। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

আইএসের স্বঘোষিত খিলাফতের অবসান হওয়ার পর এ হামলা চালানো হলো।  গত শুক্রবার ইরাকের সেনাবাহিনী দেশটির সিরিয়া সীমান্তবর্তী 'রাওয়া' শহরে ইরাকের জাতীয় পতাকা উত্তোলন করে। ইরাকে এই শহরটি ছিলে আইএসের সর্বশেষ আশ্রয়স্থল। এর দু’দিন পর সিরিয়ার সেনাবাহিনী দেশটির বুকামাল শহর আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করে। বুকামাল ছিল সিরিয়ায় আইএসের শেষ শক্ত ঘাঁটি।