কাশ্মিরে পৃথক বন্দুকযুদ্ধে সেনাসদস্যসহ নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় পৃথক বন্দুকযুদ্ধে এক সেনাসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

india-kashmir-unrest_741228b4-f2d0-11e6-bee8-7b74d3637aa8

প্রতিবেদনে বলা হয়, কুপওয়ারার মাগাম গ্রামে কয়েকজন জঙ্গির অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার সকালে ভারতীয় রাষ্ট্রীয় রাইফেল বাহিনী ও কাশ্মিরের বিশেষায়িত পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়।

জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক এসপি ভাইদ বলেন, পুলিশ তাদের ঘিরে ফেললে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পাল্টা গুলিতে তিনজন নিহত হন।

পুলিশের দাবি, নিহত তিনজন লস্কর-ই-তৈয়রার সদস্য।

অন্যদিকে কুপওয়ারা শহর থেকে ১১ কিলোমিটার দূরে একটি জঙ্গলে জঙ্গির অবস্থানের খবর পেয়ে আরেকটি যৌথ অভিযান চালানো হয়। এতে ভারতীয় প্যারাকমান্ডোও যোগ দেয়। অভিযান এখনো শেষ হয়নি জানিয়ে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এতে এক সেনা সদস্য নিহত হয়েছেন।