জেরুজালেমে ভবন ভাঙবে ইসরায়েল, ঘর হারাবেন ১৩৮ ফিলিস্তিনি পরিবার

দখলকৃত পূর্ব জেরুজালেমের কাফর আকাব শহরের পাঁচটি ভবন পরীক্ষা করে দেখেছে ইসরায়েলি কর্মকর্তা ও জেরুজালেম মিউনিসিপালিটি। শিগগিরই বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হবে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

2013_9-5-Israeli-forces-demoloshing-homesSQ_00-8

প্রতিবেদনে বলা হয়, এই ভবনগুলোতে প্রায় ১৩৮টি ফিলিস্তিনি পরিবার বাস করে। কাফর আকাবে ৬০ হাজার বাসিন্দাদের মধ্যে ৫২ হাজারই ‘অবৈধ’ ভবনে বাস করে।

জেরুজালেম পোস্টের মতে, বিভেদ দেয়ালের পাশে রাস্তা তৈরির কারণে এই ভবন ভাঙা হচ্ছে। স্থানীয় কমিটি প্রধান মুনির জাগের বলেন, এই রাস্তার দাবি কখনোই তোলেনি এলাকাবাসী। তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই্ এই রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  

তিনি আরও বলেন, ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এই ভবন ধ্বংস করা হলেও অনেক ‍ঝুঁকি থেকে যায়।