হুথিদের অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান হিজবুল্লাহ’র

হাসান নাসরুল্লাহইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান করেছে লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ বিষয়ে কথা বলেছেন হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ। তিনি বলেন, তার দল ইয়েমেনে অস্ত্র বা ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে না। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

হাসান নসরুল্লাহ বলেন, ইয়েমেন, বাহরাইন বা ইরাকে আমরা অস্ত্র সরবরাহ করিনি। কোনও আরব দেশেই আমরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক অস্ত্র এমনকি একটি পিস্তলও সরবরাহ করিনি। ইয়েমেন থেকে গত মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তার সঙ্গে হিজবুল্লাহ’র কোনও সংযোগ কেউ দেখাতে পারবে না।

হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা শুধু দুটি স্থানে অস্ত্র সরবরাহ করি। এর একটি হচ্ছে ফিলিস্তিন এবং অন্যটি সিরিয়া।

ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধে উদ্যোগী হতে আরব দেশগুলোর প্রতিও আহ্বান জানান হাসান নসরুল্লাহ।

এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার আশঙ্কায় লেবাননের দক্ষিণ সীমান্তে সেনাসদস্যদের ‘পূর্ণ প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এক টুইট বার্তায় লেবানিজ সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন এ নির্দেশ দেন।

সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন জাতিসংঘের রেজ্যুলেশন ১৭০১ অনুযায়ী ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা রক্ষা চুক্তি ‘ভালোভাবে বাস্তবায়ন’-এর জন্য সজাগ থাকতে সেনাসদস্যদের নির্দেশ দেন।

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার পর ২০০৬ সালে করা এ চুক্তি অনুযায়ী, লেবাননের সেনাবাহিনীর ওপর দেশটির সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।