ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে ইরানে বিনিয়োগ কমাচ্ছে ভারত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ নিয়েছে ভারত। নরেন্দ্র মোদি’র ইসরায়েল সফরের ধারাবাহিকতায় এ মাসেই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় সেনারা। এবার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ইরানে বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিচ্ছে দিল্লি। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহুপ্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একটি তেল অনুসন্ধান কেন্দ্রে ভারত, গ্রিস ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় কর্মকর্তারাও সম্প্রতি বলেছেন, তেহরানের সঙ্গে দিল্লির সম্পর্ক কমানোর যথেষ্ট কারণ রয়েছে।

২০১৭ সালের গোড়ার দিকে জেরুজালেম সফর করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কোনও প্রধানমন্ত্রীর এটিই প্রথম ইসরায়েল সফর। তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে মোদিকে লালগালিচা সংবর্ধনা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি মোদি’র এ সফরকে ‘ঐতিহাসিক’ ও ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যা দেন। সফরে নেতানিয়াহুর সঙ্গে মোদির বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এর ধারাবাহিকতায় এ মাসের গোড়ার দিকে দুই দেশের যৌথ সামরিক মহড়ার পর এবার ইসরায়েলের চিরশত্রু ইরানে ভারতীয় বিনিয়োগের রাশ টেনে ধরার খবর এলো।