ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে: আইএইএ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে। নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করেছে। বৃহস্পতিবার ভিয়েনায় আইএইএ'র এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইউকিয়া আমানোইউকিয়া আমানো বলেন, আইএইএ এখনও সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করছে। ইরানের যেসব স্থাপনা পরিদর্শনের প্রয়োজন ছিল সেগুলো পরিদর্শনে কোনও সমস্যা হয়নি। এক্ষেত্রে তারা কোনও প্রতিবন্ধকতা তৈরি করেনি।

এর আগে গত ১৩ নভেম্বর আইএইএ'র সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে। এ নিয়ে আইএইএ'র নয়টি প্রতিবেদনে ইরানের অবস্থানকে সঠিক বলে ঘোষণা করা হলো।

২০১৬ সালের জানুয়ারি থেকে পরমাণু সমঝোতার বাস্তবায়ন শুরু হয়েছে। তবে এ বছরের অক্টোবরে এই পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় দেশগুলো অবশ্য বলেছে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলেও এ চুক্তি বহাল থাকবে। সূত্র: পার্স টুডে।