ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ইরানে শুক্রবার ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের বুরোজার্দ এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। কেরমানশাহ এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানলো। শুক্রবারের কম্পনে অন্তত ২৭ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ভূমিকম্পভূমিকম্পে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনটির উৎপত্তিস্থল ছিল হাজি আবাদ এবং জেরেশেখ গ্রামের ১০ কিলোমিটার গভীরে।

তেহরান বিশ্ববিদ্যালয়ে ভূ-পদার্থবিদ্যা ইন্সটিটিউটের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বুরোজার্দ অঞ্চলে সাত দফা ভূকম্পন আঘাত হেনেছে।

এর আগে এ মাসের ১১ তারিখে কেরমানশাহে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৪৪৪ জন নিহত হন। আহত হন ১২ হাজার ৩৮৬ জন। এছাড়া ৩১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ভৌগোলিকভাবে ইরান ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এর কারণ হচ্ছে, অ্যারাবিয়া এবং ইউরেশিয়া টেকটনিক প্লেটের সংঘর্ষ। অ্যারাবিয়া প্লেটটি প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে উত্তরে সরে যাচ্ছে।

ইরানের দক্ষিণ-পূর্ব দিকে অ্যারাবিয়া প্লেট ইউরেশিয়া প্লেটকে নিচ থেকে ধাক্কা দিচ্ছে। কিন্তু দেশটির উত্তর-পশ্চিমে এই দুটো প্লেট পরস্পরকে সরাসরি ধাক্কা দিচ্ছে। এসব সংঘর্ষ থেকেই সেখানে তৈরি হয়েছে জাগরস পর্বতমালার। সূত্র: বিবিসি, পার্স টুডে।