সেই মন্তব্যের জন্য টিউলিপের দুঃখপ্রকাশ

চ্যানেল ফোরের প্রযোজকের গর্ভের শিশুর ভবিষ্যত নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। বুধবার (২৯ নভেম্বর) এক টুইট বার্তায় সেই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন তিনি। ওই টুইট বার্তায় তিনি বলেন, ‘চ্যানেল ফোরের প্রযোজকের প্রতি করা মন্তব্যের জন্য আমি ক্ষমা চাই। আমি সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বিচেনাহীনভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। আমি তাকে কষ্ট দিতে চাইনি, আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন।’

tulipsiddiq

টুইটে টিউলিপ আরও বলেন, ‘চ্যানেল ফোরের প্রতিবেদনেই বলা হয়েছে, আমি লন্ডনে জন্ম নিয়েছি ও একজন ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। তাই আমি শনিবারের কর্মসূচিকে পরিষ্কারভাবে অগ্রাধিকার দিয়েছি। যারা আমাকে প্রতিনিধি নির্বাচিত করেছেন, সেই হ্যাম্পস্টেড ও কিলবার্নের বাসিন্দাদের সেবার জন্যই আমি কাজ করি।’

চ্যানেল ফোরের অনুষ্ঠানে নিখোঁজ ব্যক্তিদের প্রসঙ্গ এলে টিউলিপ বাংলাদেশের পরিস্থিতির কথাও উল্লেখ করেন। এ বিষয়ে তিনি টুইটে বলেন, ‘এটা সত্যি, আমার পরিবারের কিছু সদস্য বাংলাদেশের রাজনীতিতে যুক্ত। এটা সবার জানা, আর আমি তা গোপনও করিনি। তাই বলে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের কোনও সক্ষমতা আমার নেই, কোনও ইচ্ছেও নেই।’

উল্লেখ্য, চ্যানেল ফোরের অনুষ্ঠানে টিউলিপ হাজির হলে তার কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চাওয়া হয়। এ নিয়ে ওই চ্যানেলের রিপোর্টার অ্যালেক্স থমসনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ওই চ্যানেলের প্রযোজক ডেইজি অ্যাইলেফিকে উদ্দেশ করে ডেইজির গর্ভের শিশুর ভবিষ্যত নিয়ে টিউলিপ মন্তব্য করলে  তিনি বিতর্কের মুখে পড়েন।