সমলিঙ্গের বিয়েতে বৈধতার পক্ষে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট

সমলিঙ্গের বিয়েতে বৈধতা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল তোলা হয়। সেখানে ১০০ জনের বেশি এমপি বিষয়টি নিয়ে কথা বলেন। শেষ পর্যন্ত কোনও ধরনের সংশোধনী ছাড়াই এটি পাস হয়। কয়েক দিনের মধ্যেই বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে। এর মধ্য দিয়ে দেশটিতে সমলিঙ্গের বিয়ে নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে চলা বিতর্কের অবসান ঘটলো। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

Australian parliament approves same-sex marriageপ্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সমকামী জনগোষ্ঠীর সদস্যরা। নেচে গেয়ে এবং পরস্পরকে জড়িয়ে ধরে তারা এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

এর আগে সমলিঙ্গের বিয়ের বিষয়ে দেশটিতে আট সপ্তাহ ধরে গণভোট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ মানুষ সমলিঙ্গের বিয়ের প্রতি সমর্থন জানান। এ ধরনের বিয়ের পক্ষে ভোট দেন দেশটির প্রায় ৭৮ লাখ মানুষ। আর বিপক্ষে ভোট পড়ে প্রায় ৫০ লাখ।