গুজরাটে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ৮৯টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। এরইমধ্যে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি। সকাল ১০টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৫ শতাংশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

সস্ত্রীক ভোট দেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র দল বিজেপি ২২ বছর ধরে গুজরাট শাসন করে আসছে। এবারের নির্বাচনেও দলটির ভালো প্রভাব থাকবে। তবে বিজেপি’র ভোটব্যাংক হিসেবে পরিচিত প্যাটেলরা এবার দ্বিধাবিভক্ত হওয়ায় শেষ মুহূর্তে সব হিসাব উল্টে যেতে পারে বলে মনে করছেন অনেকে।

সকালে নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানান বিজয় রূপাণি। তিনি বলেন, রাজ্যে যে কাজ হয়েছে তার নিরিখেই মানুষ নিজেদের মত জানাবেন। তাই এখানে চ্যালেঞ্জের কোনও প্রশ্নই নেই।

রাজকোট জেলার ৮টি আসনের মধ্যে গতবার ফলাফল ছিল চার-চার। এবার কংগ্রেসের ঝুলিতে ভোট কতটা যায়, তার ওপরই নির্ভর করছে ভোটের ভাগ্য।

বাড়তি নজর থাকবে সুরাটেও। গতবার জেলার ১৬টি আসনের মধ্যে ১৫টিই দখল করে বিজেপি। গুজরাটের বাণিজ্যিক রাজধানীতে এবার নোটবন্দি ও জিএসটি’র প্রভাব কতটা পড়ে তা নিয়ে কৌতুহলী রাজনৈতিক মহল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের ভোটদাতাদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, গুজরাট নির্বাচন গণতন্ত্রের লড়াই।

গুজরাটের বিজেপি প্রধান জিতু ভাগানির দাবি, গতবারের তুলনায় ভালো ফল হবে এবার। ১৫০টি আসনে জয়ী হবে বিজেপি।