যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে : রুহানি

 

 

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে প্রতিষ্ঠার মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।ফিলিস্তিনেরমুক্তিআন্দোলনেরসংগঠনহামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।

হাসান রুহানি ও ইসমাইল হানিয়া

৬ডিসেম্বরবুধবারজেরুজালেমকেইসরায়েলেররাজধানীহিসেবেযুক্তরাষ্ট্রেরস্বীকৃতিরসিদ্ধান্তঘোষণাকরেনমার্কিনপ্রেসিডেন্টডোনাল্ডট্রাম্প।ইসরায়েলেরমার্কিনদূতাবাসতেলআবিবথেকেসরিয়েজেরুজালেমেনিয়েযাওয়ারপ্রস্তুতিরকথাওজানানতিনি। 

ইসমাইল হানিয়ার সঙ্গেআলাপকালেরুহানি মন্তব্য করেন, ‘মার্কিন প্রেসিডেন্টেরজেরুজালেমকেইসরায়েলেররাজধানীস্বীকৃতিদেওয়ারঘোষণার মধ্যদিয়ে পরিষ্কার হয়ে গেছে যে, তারা ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করে না।‘তিনিআশা প্রকাশ করেন, ‘নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনওমুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানে নিশ্চিতভাবেযুক্তরাষ্ট্রও ইসরাইলের পরিকল্পনা ব্যর্থ হবে।‘

সোমবারেরফোনালাপে ইসমাইল হানিয়া বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে মুসলমানদের অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তবে ফিলিস্তিনের জনগণ কখনো ইসরায়েল ও আমেরিকার পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না। কারণ বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) ফিলিস্তিন ও মুসলমানদের।’

সূত্র: পার্স টুডে