রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ মার্চ

২০১৮ সালের ১৮ মার্চ রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর শুক্রবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই তারিখ চূড়ান্ত করা হয়। স্পিকার ভ্যালেনটিনা মাতভিনিকো’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ পার্লামেন্টবর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী নির্বাচনেও অংশ নিচ্ছেন। রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি’র নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকায় পুতিনের কোনও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকছে না। ফলে আগামী নির্বাচনেও তার জয় সুনিশ্চিত।

শুক্রবার পার্লামেন্টের এ সংক্রান্ত ভোটাভুটির আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন পুতিন। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছের কথা জানান। সমর্থন চান রাজনৈতিক দল ও সুশীল সমাজের কাছে।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেব। যারা আমার আদর্শ ধারণ করেন এবং আমার ওপর আস্থা রাখেন, সেসব রাজনৈতিক দল ও সংগঠনের সমর্থন প্রত্যাশা রাখছি। জনগণের সমর্থন কামনা করছি।’