নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ালো

দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পদত্যাগের দাবিতে দেশটির রাজপথে তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার রাজধানী তেল আবিবে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারীরা। এ সময় তারা নেতানিয়াহু’র পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন।
এর আগে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার নেতানিয়াহুকে ‘বেশ কয়েক ঘণ্টা’ জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে একজন ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া এবং একটি সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টার অভিযোগ রয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু হলিউডের প্রযোজক আরনোন মিলচানের কাছ থেকে বিলাসবহুল উপহার নিয়েছিলেন।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, তেল আবিবের একটি পত্রিকার প্রকাশক আরনোন মোজেসকে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন তিনি।
তবে শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।