নিহত ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দেবে না ইসরায়েল

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দেবে না ইসরায়েল। রবিবার  ইসরায়েলের আইনমন্ত্রী আয়েলিত শাকেদ এই ঘোষণা দিয়েছেন। কুদস প্রেস-এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ইসরায়েলের আইনমন্ত্রী

সাংবাদিকদের ইসরায়েলি মন্ত্রী বলেন, এটা স্পষ্ট করে বলা প্রয়োজন যে সন্ত্রাসীদের লাশ ফেরত দেওয়া হবে না। এ জন্য দুটি উপায় রয়েছে। হয় আরেকবার আলোচনা অথবা আইন করা হবে।

বৃহস্পতিবার ইসরায়েলের সর্বোচ্চ আদালতের এক রুলে বলা হয়েছে, ফিলিস্তিনিদের মরদেহ দরকষাকষির জন্য আটকে রাখা যাবে না। এই রুলের ভিত্তিতে ইসরায়েল সরকার আপিল করার জন্য ছয় মাস সময় পাবে। এরপর নিহত ফিলিস্তিনিদের মরদেহ শর্তহীনভাবে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।

ইসরায়েল শতাধিক ফিলিস্তিনির মরদেহ আটকে রয়েছে। এর মধ্যে ২০১৫ সালের অক্টোবরে শুরু হওয়া বিক্ষোভে নিহত দশজন রয়েছেন। ধারণা করা হয়, আলোচনায় দরকষাকষির জন্য ইসরায়েল মরদেহগুলো রেখে দিয়েছে। গাজা উপত্যকায় আটক ইসরায়েলি সেনাদের মুক্তির বিনিময়ে এসব মরদেহ ফেরত নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের।

সংরক্ষিত সামরিক এলাকায় এসব মরদেহ রাখা হয়েছে। এসব এলাকায় কোনও বেসামরিক নাগরিক ও এনজিও-র প্রবেশের অনুমতি নেই।