অস্ট্রেলিয়ায় পথচারীদের গাড়িচাপা, চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন

অস্ট্রেলিয়ায় পথচারীদের গাড়িচাপা দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওই গাড়ি হামলায় ১৮ ব্যক্তি আহত হন। গুরুতর আহত হয়েছে আরও এক ব্যক্তি। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameএ বছরের জানুয়ারিতে শহরটির একটি শপিংমলের সামনে গাড়ির ধাক্কায় চার ব্যক্তি নিহত হন। আহত হন ২০ জন। তাদের স্মরণে একটি স্তম্ভ তৈরির ঘোষণার একদিন পর গত বৃহস্পতিবার দুপুরে ফ্লিন্ডার্স শহরের ব্যস্ত রাস্তায় এ গাড়ি হামলা চালানো হয়। তবে পুলিশ জানিয়েছে, দুই ঘটনার কোনও যোগসাজশ তারা এখনও খুঁজে পায়নি।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনা সন্ত্রাসী হামলা ছিল না। অভিযুক্ত ৩২ বছরের আফগানিস্তান শরণার্থী সাঈদ নুরি’র মানসিক সমস্যা রয়েছে।

শনিবার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে রিমান্ডে পাঠান। একইসঙ্গে মনোবিজ্ঞানীদের দ্বারা তাকে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বুধবার সাঈদ নুরিকে আবারও আদালতে তোলা হবে।