গাজা সীমান্তের ৬৩ সুড়ঙ্গ ধ্বংস করেছে মিসরের সেনাবাহিনী

২০১৭ সালে মিসর-গাজা সীমান্তে ৬৩টি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মিসরের সেনাবাহিনী। এসব সুড়ঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে মিসরের সিনাই উপত্যকার সঙ্গে যুক্ত করেছিল। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটর।

nonameসেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, একই সময়ে বিভিন্ন দেশের ছয় হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও মিসরের দীর্ঘ এক দশকের অবরোধের ফলে সেখানকার ২০ লাখ বাসিন্দা এসব সীমান্ত সুড়ঙ্গের ওপর নির্ভরশীল। খাবার, জ্বালানি ও ওষুধের মতো সামগ্রীর জন্য তারা  এসব সুড়ঙ্গের ওপর নির্ভর করেন।

২০১৩ সালে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর থেকেই গাজা সীমান্তের সুড়ঙ্গ নেটওয়ার্কগুলো গুঁড়িয়ে দিতে শুরু করে মিসর।