রাশিয়ায় পথচারীদের ওপর চলন্ত বাস, নিহত ৫

রাশিয়ার রাজধানী মস্কোতে সোমবার বাসচাপায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। হঠাৎ করে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি আন্ডারপাসে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

nonameদুর্ঘটনায় চারজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইউরি তিতভ জানিয়েছেন, ওই দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

৫৮ বছরের বাসচালক ভিক্টর টিখোনোভকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনও সংযোগ পাওয়া যায়নি। তদন্তকারীরা বলছেন, চালক তাদের জানিয়েছে হঠাৎ করেই বাসটি আন্ডারপাসে ঢুকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত রুটেই চলছিল বাসটি। এক পর্যায়ে এর গতি বেড়ে যায়। ফুটপাত পার হয়ে সেটি আন্ডারপাসে ঢুকে পড়ে।

দক্ষিণ মস্কোর কুটুজোভস্কি অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পুরো মস্কোর সব বাস পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, চালকসহ বাসটিতে চারজন আরোহী ছিল। কিন্তু বাসটি অটোমেটিক স্টিকের সাহায্যে চলায় বাস থামাতে চালকের ১৫ মিনিটের চেষ্টা ব্যর্থ হয়।

মস্কোর পরিবহন দফতর অবশ্য জানিয়েছে, বাসটিতে কোনও সমস্যা ছিল না।

রুশভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, বাসটির বয়স ছিল এক বছরের কম। সূত্র: বিবিসি, গালফ টাইমস।