কাশ্মির সীমান্তে ভারতের গুলিতে ৩ পাকিস্তানি সেনা নিহত

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

5a4129b8ee6f6প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে এ ঘটনা সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, ‘বিনা উস্কানিতে’ গুলি চালিয়েছে ভারত। তবে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে।

রবিবার রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছিল। শনিবার সকালের দিকে রাজৌরি সেক্টরে পাকিস্তানের গুলিতে নিহত হয়েছিল চার ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর দাবি করে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে গোলাগুলি শুরু করে।

ভারত ও পাকিস্তান কাশ্মির সীমান্তে যুদ্ধ না করার ব্যাপারে ২০০৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। কিন্তু দুই দেশের সেনাবাহিনী এ পর্যন্ত অনেকবার ওই চুক্তি লঙ্ঘন করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতে এ বছর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লংঘনের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪টিতে। গত বছর এই সংখ্যা ছিল ৪৪৯।