বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কমেছে

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। বুধবার রাজ্যসভার বৈঠকে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার এক্সপ্রেসে এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্ত

কংগ্রেস এমপি রোনাল্ড সাপার করা প্রশ্নের লিখিত জবাবে কিরেন রিজিজু বলেন, ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত ৫৪৩টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৬ সালে তা ছিল ৮৩২, ২০১৫তে এক হাজার ৪৭ এবং ২০১৪ সালে এক হাজার ১৭টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল।

সীমান্তে অনুপ্রবেশকারীদের ধরার পর পুলিশে হস্তান্তর করা হয় জানিয়ে রিজিজু বলেন, এবছর এখন পর্যন্ত এক হাজার ৮৫ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। ২০১৬ সালে ২ হাজার ৭৫জনকে আটক করা হয়েছিল।

রাজ্যসভায় আরেক প্রশ্নের জবাবে হান্সরাজ আহির বলেন, জম্মু ও কাশ্মীরে পাথর নিক্ষেপের ঘটনাও ২০১৬ সালে ছিল ২ হাজার ৮০৮টি। তা এবছর কমে হয়েছে এক হাজার ১৯৮টি।