সেন্ট পিটার্সবার্গের বিস্ফোরণ সন্ত্রাসী হামলা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরের একটি সুপার মার্কেটে বুধবার রাতের বিস্ফোরণ ছিল সন্ত্রাসী হামলা। বৃহস্পতিবার মস্কোতে সামরিক বাহিনীর কর্মকর্তাদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ওই বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

nonameপেরেকরেস্তক সুপার মার্কেটে সংঘটিত ওই বিস্ফোরণে ডজনখানেক মানুষ আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তকারীরা জানিয়েছেন, হাতে বানানো বিস্ফোরক দিয়ে ওই হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। এ ঘটনায় নতুন বছরের আগেই সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন অনেকে।

বুধবার রাতে বিস্ফোরণের পর মার্কেট চত্বর খালি করে দিয়ে ঘটনাস্থল এলাকা ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। নজরদারি চালানো হয়  আকাশপথে।

এর আগে ২০১৭ সালের ৩ এপ্রিল শহরটিতে এক আত্মঘাতী বিস্ফোরণে ১৪ ব্যক্তি নিহত হন। আহত হন প্রায় অর্ধশত মানুষ। নায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে মেট্রো টানেলে ওই বিস্ফোরণ ঘটানো হয়।