তুরস্কে আইএস সন্দেহে আরও ২০ জন গ্রেফতার

তুরস্কে আইএস সদস্য সন্দেহে কমপক্ষে আরও ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক আছে বলে জানিয়েছে পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

তুরস্কে পুলিশের অভিযান

রবিবার সিরিয়া ও ইরাকের আইএস নেতা সন্দেহে একযোগে চারটি ঠিকানায় অভিযান চালায় পুলিশ। আটকৃতরা নববর্ষ ‍উদযাপন অনুষ্ঠানে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার সকালে আঙ্কারা ও ইস্তানবুল থেকে ইরাকি আইএস ও জঙ্গি গোষ্ঠীর সদস্য সন্দেহে কমপক্ষে ৭৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪৩ জনই বিদেশি। এছাড়া ইস্তানবুলে নববর্ষের অনুষ্ঠানে আরেকটি হামলার পরিকল্পনাও নস্যাৎ করা  হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দুই অভিযানেই অনেক সাংগঠনিক দলিলপত্র ও ডিজিটাল যন্ত্রপাতি জব্দ করা হয়।

 তুরস্কে আইএসের আত্মঘাতী বোমা হামলা, ক্ষেপণাস্ত্র ও বন্দুক হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। তুরস্কের আইন-শৃঙ্খলা বাহিনীও দীর্ঘদিন ধরে আইএসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।