কাশ্মিরে আইইডি বিস্ফোরণ, চার পুলিশ সদস্য নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপোরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে কয়েকজন পুলিশ সদস্য সোপোরের একটি বাজারে টহল দিচ্ছিলেন। ওই বাজারেই বিস্ফোরকটি লুকিয়ে রাখা ছিল। আকস্মিক জোরালে শব্দে সেটির বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে।

nonameবিস্ফোরণের তীব্রতা এতো বেশি ছিল যে, সংলগ্ন বেশ কয়েকটি দোকানও এতে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই নিহত হন এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য। আহত হন আরও দুই পুলিশ সদস্য।

বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ও সেনাসদস্যরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করতেই বিস্ফোরকটি লুকিয়ে রেখেছিল বিদ্রোহীরা। তবে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

টুইটারে দেওয়া এক পোস্টে জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, সোপোরে ৪ পুলিশ সদস্যের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সূত্র: আনন্দবাজার।