কাশ্মিরে তুষার ধসে নিহত ১১

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের কুপওয়ারা জেলায় তুষার ধসে এক শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শুক্রবার মহাসড়ক থেকে দুটি যাত্রীবাহী গাড়ি তুষার ধসের কবলে পড়লে এ ঘটনা ঘটে। শনিবার দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি খবরটি জানিয়েছে।

কাশ্মীরে তুষার ধসে হতাহতদের উদ্ধারে অভিযান

খবরে বলা হয়, শুক্রবার কুপওয়ারা-তাঙ্গধার মহাসড়কের বিপদশঙ্কুল ঢাল ওঠার সময় সান্দা টপ থেকে ভারতের সীমান্ত সড়ক সংস্থার এক কর্মকর্তার গাড়ি তুষার ধসের শিকার হয়। সে সময় পাশে সাত জন যাত্রী নিয়ে আরেকটি গাড়িও ধসের কবলে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

কুপওয়ারার ক্রালপোরা স্টেশন হাউস অফিসার ওয়াসিম আহমেদ সাংবাদিকদের বলেন, অনুসন্ধান অভিযানে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনিবার সাত বছরের এক শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বলছেন, হিমাঙ্কের নিচের তাপমাত্রা ও আবারও ধসের আশঙ্কায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।