লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮, উদ্ধার ৮৪

লিবিয়া উপকূলে অভিবাসীবাহী এক নৌকা ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_99490920_gettyimages-871041964

_99490920_gettyimages-871041964

প্রতিবেদনে বলা হয়, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ইতালীয় কোস্টগার্ড জানায়, এটাই ২০১৮ সালের প্রথম অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা। জাতিসংঘের মতে, এই পথেই ২০১৭ সালে সবচেয়ে বেশি অভিবাসীর মৃত্যু হয়েছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পতে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

এদিকে জার্মানির দাতব্য সংস্থা সি ওয়াচ জানায়, শনিবারর নৌকাডুবির ঘটনায় হওয়ার ২৫ জন নিহত হয়েছেন।

কোস্টগার্ড জানায়, তাদের টহল নৌকার নজরে একটি ডুবন্ত ডিঙি দৃশ্যমান হয়। এরপরই তারা অভিবাসীদের উদ্ধার করে। এখনও উদ্ধার অভিযান চলছে বলেও জানায় তারা।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।