কাঠামোগত বৈষম্যের অভিযোগ অস্বীকার বিবিসি'র

 

বেতন কাঠামোতে নারীর প্রতি বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্বনামধন্য সাংবাদিক ক্যারি গ্রেসি বৈষম্যের প্রতিবাদে চীনা সংস্করণের সম্পাদকের পদ ছাড়ার পর নিজেদের অবস্থান জানিয়েছে বিশ্বখ্যাত ওই সংবাদমাধ্যম। নিজেদের উদ্যোগে পরিচালিত বিচারবিভাগীয় তদন্তে বেতন কাঠামোতে ১০ ভাগ বৈষম্যের সন্ধান পাওয়ার কথা স্বীকার করেছে সংস্থাটি। তবে সেই বৈষম্য অপরাপর সংবাদমাধ্যম এবং জাতীয় বৈষম্যের গড়ের সাপেক্ষে সামান্য বলে মত ওই ব্রিটিশ কর্পোরেশনের।
বিবিসি

চীনা সংস্করণের সম্পাদক ক্যারি গ্রেসির অভিযোগ, সমমর্যাদার পুরুষ সহকর্মীদের তুলনায় ৫০ শতাংশ বেতন কম পান তিনি। তার দাবি, এই বেতন বৈষম্যের মধ্য দিয়ে বিবিসি নারীর প্রতি সমতার প্রতিশ্রুতি রক্ষা না করে ‘আস্থার সংকট’ সৃষ্টি করেছে। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ক্ষেত্রে সম্পাদক পদটিকে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন গ্রেসি। সে কারণেই নিউজরুমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবিসি অবশ্য গ্রেসির আনা ‘কাঠামোগত বৈষম্য’র অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে এর মুখপাত্র দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠানে বেতনের স্বচ্ছতার বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন প্রতিষ্ঠান লিঙ্গভেদে তাদের কর্মীদের বেতনের পরিমাণ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে অন্য অনেকের চেয়ে আমরা ভালো অবস্থানে আছি।’ ব্রিটেনে বেতন-বৈষম্যের জাতীয় হারের সাপেক্ষে বিচার করলেও বিবিসির অবস্থান অনেক ভালো অবস্থানে রয়েছে বলে জানায় ওই সংবাদমাধ্যম।

বিবিসি জানিয়েছে, ‘সম্প্রচারকর্মীদের বেতন সংক্রান্ত আলাদা একটি প্রতিবেদনও অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে।’