সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণে ট্রাম্পই শীর্ষে: সিপিজে





মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে  সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণকারীদের চ্যাম্পিয়ন আখ্যা দিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সংবাদমাধ্যমের প্রতি বৈরি বিশ্বনেতাদের ৫টি ক্যাটাগরিতে বিভক্ত করে ব্যাঙ্গাত্মক খেতাব দিয়েছে সংগঠনটি। স্বাধীনতা হরণের ক্যাটাগরিতে ট্রাম্পকে শীর্ষে রেখেছে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা ওই সংগঠন।

ডোনাল্ড ট্রাম্প

বছরজুড়ে সংবাদমাধ্যম আর সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া খবর পরিবেশনের ক্রমাগত অভিযোগ করে গেছেন ট্রাম্প। চলতি বছরের ৩ জানুয়ারি তিনি সাংবাদিকদের জন্য নিজেও একটি ব্যঙ্গ পুরস্কারের ঘোষণা দেন। টুইট বার্তায় তিনি বলেন, ‘সোমবার বিকেল পাঁচটায় আমি বছরের সেরা অসৎ আর দুর্নীতিবাজ মিডিয়া পুরস্কার ঘোষণা করতে যাচ্ছি। ভুয়া সংবাদমাধ্যমের সবচেয়ে অসৎ আর খারাপ রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয়কে সামনে আনবে এই পুরস্কার। সাথেই থাকুন।’
সিপিজে মোট পাঁচটি বিভাগে বুধবার এবারে এই পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে ‘বৈশ্বিক গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী’ বিভাগে একাই পুরস্কার জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।
সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফিকা কর্মসূচির ডিরেক্টর শেরিফ মানসুর এই পুরস্কারের ঘোষণার পর আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের ‘সামগ্রিক অর্জনের’ জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা আমেরিকার প্রেসিডেন্ট আর তিনি যা বলেন তা যথেষ্ট কার্যকারিতা বহন করে।
সিপিজের ওয়েবসাইটে ঘোষণা করা এই পুরস্কারে সবচেয়ে পাতলা চামড়া (মোস্ট থিন স্কিনড) বিভাগেও রানার আপ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক ভিত্তিক স্বাধীন ও অলাভজনক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষায় কাজ করে থাকে। সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর সাংবাদিকের সুরক্ষায় বিশ্বব্যাপী তাদের জোরালো কণ্ঠ তুলে ধরে থাকে।