মেক্সিকোর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার

মেক্সিকোর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে বিষয়টি উড়িয়ে দেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এমন প্রচারণাকে তিনি ‘ভুল ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেন।

nonameএর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে ওই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছিল। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাক মাস্টার গত ১৫ ডিসেম্বর এ অভিযোগ তুলেছিলেন।

আগামী জুলাইয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো’র উত্তরসূরি নির্বাচন করবেন দেশটির ভোটাররা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেক্সিকো সিটি’র সাবেক মেয়র বামপন্থী রাজনীতিক আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অর্বাডর-কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাশিয়া। স্পুটনিক এবং আরটি’র মতো রুশ সংবাদমাধ্যমগুলোতেও ইতিবাচক কাভারেজ পেয়েছেন তিনি।

এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠে। বলা হয়, হিলারি ক্লিনটনের বিপরীতে ট্রাম্পকে জিতিয়ে আনতে কাজ করেছে রুশ হ্যাকার ও গোয়েন্দারা। ওই ঘটনায় তদন্তের জন্য ‌একটি স্বাধীন কমিশন গঠনেরও দাবি তুলেছিলেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সমর্থকরা। প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে সাংবাদিকদের বলেছেন, মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়া হ্যাকিং করেছে; যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ শুনতে শুনতে রাশিয়া ‘ক্লান্ত’। তাদের এ অভিযোগ ভিত্তিহীন। মার্কিন নির্বাচনে ঘটা হ্যাকিংয়ে রাশিয়া কোনওভাবেই জড়িত ছিল না।