তিন বছরের ফিলিস্তিনি শিশুকে গুলি ইসরায়েলি বাহিনীর

তিন বছরের এক ফিলিস্তিনি শিশুর মাথায় গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের তুবাস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ট্রেনিং সেশন চলাকালে শিশুটি গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

nonameফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাথায় বুলেট আঘাত হানার পর শিশুটিকে নাবলুসে রাফিদিয়া সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে মাঝেমধ্যেই এ ধরনের ট্রেনিং সেশন পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। প্রায়ই ট্রেনিং চলাকালে ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়।

এদিকে ইসরায়েলের কৃষি ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী উরি অ্যারিয়েল বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও বেশি ফিলিস্তিনিকে আহত ও হত্যা করা উচিত। বুধবার রিশেট বেট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

উরি অ্যারিয়েল দাবি করেন, গত কয়েক দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু এতে করে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তিনি প্রশ্ন তোলেন, আমাদের যেসব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে তা কেন রাখা হয়েছে? আমরা তা ছুড়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি পাচ্ছি। কিন্তু কেউ আহত হচ্ছে না। এখন সময় হয়েছে সেখানে (গাজা) হতাহতের ঘটনা ঘটানোর।

উরি অ্যারিয়েল বলেন, সেখানে (পশ্চিম তীর) আমরা ভিন্ন নীতি অনুসরণ করবো। এর উদ্দেশ্য হবে যারা আমাদের সঙ্গে সহাবস্থান করতে চায় তাদের জন্য সুবিধা দেওয়া। আর যারা ইহুদিদের ক্ষতি করতে চায় তাদের জীবন যন্ত্রণাদায়ক করে তোলা।