আমিরাতের বিরুদ্ধে কাতারি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ দাখিল করেছে কাতার। তাদের অভিযোগ, গত ডিসেম্বরে আমিরাতের একটি সামরিক বিমান কাতারের আকাশ সীমায় প্রবেশ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

UAE plane AFPপ্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত কাতারি রাষ্ট্রদূত মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেস ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে এই অভিযোগ পেশ করেন। অভিযোগে বলা হয়, ২১ ডিসেম্বর স্থানীয় সময় সকাল পৌনে দশটায় এই ঘটনা ঘটে। প্রায় এক মিনিট ধরে কাতারের আকাশে ছিল আমিরাতি বিমানটি।

গত বছর সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

কাতারি রাষ্ট্রদূত বলেন, ‘শেখ আলিয়া (আহমেদ বিন সাইফ আল থান) নিশ্চিত করেছেন যে আমিরাতি বিমান কাতারের আকাশে কোনও পূর্ব অনুমতি ছাড়া ঢুকে পড়ে। এটা অবশ্যই আকাশসীমা লঙ্ঘন এবং কাতারের সার্বভৌমত্বের জন্য হুমকি।

তবে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি।