ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

Pawan hans wreckageভারতের মুম্বাই উপকূলে সাত আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে স্পিডবোট ও হেলিকপ্টার উদ্ধার অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। ১৩ জানুয়ারি শনিবার মুম্বাই উপকূলে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার কিছু সময় পর ভারতের রাষ্ট্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি)-এর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এতে নিহতদের মধ্যে প্রতিষ্ঠানটির একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-কে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি)-এর জন্য এ ঘটনা বেদনাদায়ক।