কাশ্মিরে রাজনৈতিক সমাধান চান ভারতীয় সেনাপ্রধান

ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, সামরিক আলোচনার পাশাপাশি কাশ্মিরে শান্তি আনতে রাজনৈতিক সমাধান প্রয়োজন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে একথা জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতডনের প্রতিবেদনে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শান্তি আনতে রাজনৈতিক সমাধান চান বিপিন রাওয়াত। বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলে সীমানা পেরিয়ে সন্ত্রাস বন্ধের দিকে গুরুত্বারোপ করেন তিনি।

জেনারেল রাওয়াত বলেন, ওই অঞ্চলে দায়িত্বপালন করা সেনাদের নতুন কৌশল নিতে হবে। পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবসময়ই চিন্তা করে সামনে এগিয়ে যেতে হয়। এমন বিরোধপূর্ণ অঞ্চলে কাজ করা সহজ নয়।

গত অক্টোবরে ভারত সরকার তাদের গোয়েন্দা সংস্থার সাবেক ব্যুরো প্রধান দিনেশ্বর শর্মাকে কাশ্মির ইস্যুতে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘যখন সরকার একজন আলোচনাকারীকে নিয়োগ দিয়েছে। তার মানে হচ্ছে সরকারও চাইছে রাজনৈতিক সমাধান। তারা জানতে চায় কাশ্মিরের জনগণ কী চায় এবং তাদের দুঃখ-দুর্দশা কেমন। এই বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব।