জেরুজালেম ইস্যুতে বন্ধু মোদির পদক্ষেপে হতাশ নেতানিয়াহু

জেরুজালেম ইস্যুতে ‘বন্ধু’ মোদির পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ভারত সফরকালে তিনি বলেন, ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ভারতের প্রত্যাখ্যান করা হতাশাব্যঞ্জক। তবে এটি এই যুগান্তকারী সফরে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।

nonameমোদি-নেতানিয়াহু বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মিলিত হন দুই নেতা। এ সময় তিন হাজার বছরের মধ্যে প্রথম কোনও ভারতীয় নেতা হিসেবে মোদি’র ইসরায়েল সফরের বিষয়টি উল্লেখ করে নরেন্দ্র মোদিকে ‘বিপ্লবী নেতা’ হিসেবে আখ্যায়িত করেন নেতানিয়াহু। মোদির সঙ্গে যোগ ব্যায়ামের ক্লাসে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

ছয় মাস আগে প্রথম কোনও ভারতীয় নেতা হিসেবে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি।

যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে ‘আমার বন্ধু বিবি’ বলে উল্লেখ করেন মোদি। আর মোদিকে তার নামের প্রথম অংশ নরেন্দ্র বলে সম্বোধন করেন নেতানিয়াহু। এদিন দিল্লির ‘হায়দারাবাদ হাউস’-এ দু’দেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদলের বৈঠকে ৯টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের অঙ্গীকার করা হয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস, সাইবার নিরাপত্তা ও বিমানবন্দরের প্রটোকলে। যৌথভাবে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এর আগে রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রটোকল ভেঙে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মোদি। জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। সূত্র: রয়টার্স।