ইয়েমেনে এক মাসে নিহত অন্তত ৪৫০ বেসামরিক নাগরিক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ২০১৭ সালের ডিসেম্বরে অন্তত ৪৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ২৭৯ জন নিহত হয়েছেন সৌদি জোটের বিমান হামলায়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন ১২১ জন। বুধবার জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা এসএএম অর্গানাইজেশন ফর রাইটস অ্যান্ড লিবার্টিজ-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ড ছাড়াও শারীরিক নিপীড়ন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, নির্যাতন ও নির্বিচারে আটকের মতো ঘটনা ঘটেছে। হুথি মিলিশিয়া, সৌদি জোটের বিমানবাহিনী, জঙ্গিগোষ্ঠী এবং বৈধ সরকারের প্রতি অনুগত দলগুলোর হাতে এসব হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

এসএএম অর্গানাইজেশন ফর রাইটস অ্যান্ড লিবার্টিজ-এর প্রতিবেদনে সিরিয়ায় সংঘটিত এসব অপরাধযজ্ঞ মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

এদিকে ইয়েমেনে এ বছরই ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসতে পারে বলে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো। দুর্ভিক্ষ নিয়ে কাজ করা মার্কিন সংস্থা ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেম নেটওয়ার্ক বলছে, ইয়েমেনে লোহিত সাগরের দুই বন্দরে সৌদি জোটের অবরোধ চলতে থাকলে দেশটিতে দুর্ভিক্ষ নেমে আসতে পারে। এর আগে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছিল, ইয়েমেনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের স্বার্থে ইয়েমেনের বিরুদ্ধে অবরোধের বাস্তবতায় আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ।

যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি জোটের অভিযোগ, ইরান হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে। আর এই সরবরাহ বন্ধ করতেই দেশটির ওপর অবরোধ আরোপ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ২ কোটি ৮০ লাখ মানুষের বসবাস। তাদের আমদানির ৮৫ শতাংশই থাকে খাবার ও মেডিসিন সামগ্রী।

জাতিসংঘের গত বছরের এপ্রিলের পরিসংখ্যানে বলা হয়েছে, ইয়েমেনে অন্তত ৩৩ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে শিশুর সংখ্যা ২১ লাখ। ৫ বছরের নিচের ৪ লাখ ৬০ হাজার শিশু অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। মোট নাগরিকের ৫৫ শতাংশই স্বাস্থ্যসেবা বঞ্চিত। কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে মহামারি আকারে।

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে ২০১৫ সাল থেকে ইয়েমেন বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট। এতে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। আর গৃহহীন হয়েছেন অন্তত কয়েক লাখ মানুষ।