ব্যাংকিং খাতে পাকিস্তান ও রাশিয়ার চুক্তি

আর্থিক ও ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক জোরালো এবং দৃঢ় করতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে রাশিয়া ও পাকিস্তান। মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর তারিক বাজওয়া এবং সেন্ট্রাল ব্যাংক অব দ্য রাশিয়ান ফেডারেশনের গভর্নর এলভিরা নাবিউললিনা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অর্থনীতি সংক্রান্ত তথ্য ও বাজার বিশ্লেষণকারী কোম্পানি ম্যাটিস গ্লোবালের ওয়েবসাইটে খবরটি জানানো হয়েছে।

পাকিস্তান ও রাশিয়ার পতাকা
ম্যাটিস গ্লোবার জানিয়েছে, মস্কোতে সেন্ট্রাল ব্যাংক অব দ্য রাশিয়ান ফেডারেশনের সদর দফতরে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নরের সঙ্গে রাশিয়ায় নিয়োজিত পাকিস্তানি রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ এবং বাণিজ্যমন্ত্রী নাসির হামিদও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকটি দুই দেশের বাণিজ্যের সঙ্গে অর্থনৈতিক বিষয়াদির সংযোগ ঘটাতে পাকিস্তান ও রাশিয়াকে পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।