আফগান শরণার্থীদের ফেরত পাঠাবে পাকিস্তান

পাকিস্তানে বসবাসরত ১৪ লাখ নিবন্ধিত আফগান শরণার্থীর মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এমন খবর এলো। এরইমধ্যে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেছে ইসলামাবাদ। পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডন।

noname২০১৭ সালের ৩১ ডিসেম্বর এই শরণার্থীদের পাকিস্তানে বসবাসের মেয়াদ শেষ হয়। পরে দেশটির মন্ত্রিসভা এক মাসের জন্য তাদের বসবাসের মেয়াদ বাড়ায়। সে অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ওই মেয়াদ শেষ হবে।

পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা ডন’কে বলেন, ৩১ জানুয়ারির পর আফগান শরণার্থীদের পাকিস্তানে অবস্থানের মেয়াদ আর বাড়ানো হবে না। তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।

এর আগে নিবন্ধিত শরণার্থীদের পাকিস্তানে বসবাসের মেয়াদ এক বছর বাড়ানোর পরামর্শ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু জাতীয় নিরাপত্তা পরিষদ শরণার্থীদের আর সময় দিতে রাজি নয়।

পাকিস্তানের সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে ২৫ লাখ আফগান নাগরিকের বসবাস। এদের মধ্যে ১৪ লাখ নিবন্ধিত শরণার্থী। বাকিদের কোনও নিবন্ধন নেই। এখন তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে চার প্রদেশের কর্তৃপক্ষ এবং রাজনীতিকদের সঙ্গে কথা বলবে রাজ্য ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়।

রাজ্য ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডন’কে বলেন, লাখ লাখ আফগান নাগরিককে তাদের নিজ দেশে পাঠানো খুব সহজ ব্যাপার নয়। এটি বাস্তবায়নে অন্তত বছরখানেক সময় লাগবে।