আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালালো ভারত





৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার উড়িষ্যা উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে স্থানীয় সময় সকাল নয়টা ৫৩ মিনিটে এই পরীক্ষা চালায় ভারতের স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি)।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। সংগৃহীত ছবি
ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছেন তারা।
অগ্নি সিরিজের প্রথম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর প্রথম পরীক্ষামূলক সফল উৎক্ষেপন হয়েছিল ২০১২ সালের ১৯ এপ্রিল। এরপর ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর দ্বিতীয়, ২০১৫ সালের ৩১ জানুয়ারি তৃতীয় এবং ২০১৬ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছিল। সে সময় বলা হয়েছিলো সেটা ছিল তিন পর্যায়ে মিসাইল পরীক্ষার চতুর্থ এবং চূড়ান্ত পরীক্ষা। ২০০৩ সালে গঠিত ত্রিমাত্রিক এসএফসি ভারতের পারমাণবিক অস্ত্রের দেখভাল করে। ৫০ টনের এই ক্ষেপণাস্ত্রটির পর্যাপ্ত সংখ্যক উৎপাদনের আগে আরও কয়েকটি প্রায়োগিক পরীক্ষা (ইউজার ট্রায়াল) চালানো হবে।
এই পরীক্ষার মধ্য দিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ক্লাবের যোগ দিলো ভারত। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স আর যুক্তরাজ্য এর আগে এই ক্লাবের সদস্য হয়।