নেদারল্যান্ড ও জার্মানিতে ঝড়ে নিহত ৪



ইউরোপের উত্তরাঞ্চল দিয়ে বয়ে যাওয়া এক ঝড়ে নিহত হয়েছেন অন্তত চারজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়ে পড়ে যাওয়া গাছ অথবা ধ্বংসস্তুপে চাপা পড়ে নেদারল্যান্ডে তিনজন আর জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। ১৪০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাওয়া ঝড়ের কারণে জার্মানির দূর পাল্লাসহ অনেক আঞ্চলিক ট্রেন সার্ভিস বৃহস্পতিবারের বাকি সময়টাতে বন্ধ করে দেওয়া হয়েছে। আর্মস্টারডাম ও স্কিফুল বিমানবন্দরের অনেক ফ্লাইটও বাতিল করতে হয়েছে।

ঝড়ের তীব্রতায় নেদারল্যান্ডে উল্টে যাওয়া ট্রাক। সংগৃহীত ছবি

বিবিসি জানিয়েছে, স্কিফুল বিমানবন্দরের টার্মিনাল ভবনের ছাদ উড়ে যাওয়ার পর দুই থেকে তিনটি ফ্লাইটের যাত্রা স্থগিতের পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে তিনশোর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা অনলাইনে তাদের ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জানতে পারবে। এছাড়া নিজেদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করেও তারা তথ্য জানতে পারবে।

জার্মানিতে এই ঝড়কে ডাকা হচ্ছে ফিডারিকা নামে। আবহাওয়াবিদরা অধিবাসীদের ঘরের ভেতরে থাকতে সতর্ক করে দিয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল।

টুইটার ব্যবহারকারীদের অনেকেই ঝড়ের তীব্রতায় নুয়ে পড়া গাছ অথবা উল্টে যাওয়া ট্রাকের ছবি পোস্ট করছেন। বহু গাছ ভেঙে রেল লাইনের ওপর পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে রেল সেবা।

নেদারল্যান্ড পুলিশ ঝড়ের সতর্কতা জানিয়ে এক টুইট বার্তায় অধিবাসীদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছেন।