পাকিস্তান সীমান্তে ভারতের সতর্কতা জারি

উভয় দেশের ধারাবাহিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত৷ এনিয়ে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। জানা গেছে, কাশ্মীরের শ্রীপুরের সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷

ceasefire-lead

উল্লেখ্য,  গত কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। প্রায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। ভারতের দাবি বিএসএফ সেনাদের ৪০টি ঘাঁটি এবং সীমান্তে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে পাকিস্তান। এতে এক ভারতীয় সেনা ও দুজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন। এছাড়া ভারতের আক্রমণেও কয়েকজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি উঠেছে। পরিস্থিতি মাথায় রেখে কাথুয়ার সিইও সীমান্তের কাছে পাঁচ কিলোমিটার এলাকার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সূত্র দাবি করেছে, এলওসি-তে ভারতীয় সেনার কড়া নজরদারির মধ্যে উপত্যকায় জঙ্গিদের প্রবেশ করানোর চেষ্টা করছে পাকিস্তান। এজন্য দেশটির সেনা সদস্যরা বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে।