‘শাটডাউন’ প্রত্যাহারে অধিবেশনে বসছে মার্কিন কংগ্রেস

 

 

যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার (শাটডাউন) পর দ্রুত তা চালু করতে শনিবার কংগ্রেসের এক অনিয়মিত অধিবেশন ডাকা হয়েছে। সরকারের জন্য তিন সপ্তাহের স্বল্প মেয়াদি তহবিল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সিনেটররা এই বৈঠকে অংশ নেবেন। এর মাধ্যমে জনগণকেও আশ্বস্ত করা হচ্ছে যে, অচলাবস্থা নিরসনে কাজ করে যাচ্ছে সরকার। মার্কিন সংবাদমাধ্যম স্টার ট্রিবিউন এ খবর জানিয়েছে।

1516385811153

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট বাড়ানো সংক্রান্ত একটি বিলে সিনেটররা একমত হতে না পারায় শনিবার স্থগিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের মধ্যেই বিলটি সিনেটে পাসের বাধ্যবাধকতা ছিল। তবে শেষ মুহূর্তেও এ নিয়ে দুই বড় দলের সিনেটররা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সরকারের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তিতে এমন কঠিন পরিস্থিতিতে পড়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার মধ্যরাতে শেষ পর্যন্ত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের জ্যেষ্ঠ নেতারা শাটডাউন ঠেকাতে অনেক চেষ্টা করেন। তারপরও বাজেট বিলটি পাস হয়নি। এ নিয়ে উভয় দলের সিনেটররা একে অন্যকে দোষারোপ করে যাচ্ছেন। তবে কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে যাওয়া কংগ্রেস অধিবেশনে তারা বিরোধী পক্ষের ভোট আদায়ের চেষ্টা করবেন। আর এর মাধ্যমে সরকারের অচলাবস্থা কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে জাতীয় নিরাপত্তা, ডাক, বিমান চলাচল নিয়ন্ত্রণ, হাসপাতাল, দুর্যোগ সহায়তা, কারাগার, আয়কর ও বিদুৎ উৎপাদনের মতো অত্যাবশ্যকীয় সেবা খাতগুলো চালু রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে জাতীয় উদ্যান, জাদুঘরসহ বিভিন্ন স্থাপনা বন্ধ করে দেওয়া হয়। এমনকি পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়; যা পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলে। 

মার্কিন সিনেটে বিলটি পাস করানোর মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নেই ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির। দলটির হাতে আছে ৫১টি আসন। ফলে বিলটি নিয়ে তাদের ডেমোক্র্যাটদের দ্বারস্থ হতে হয়। কিন্তু ডেমোক্র্যাট শিবিরে এ নিয়ে বিভক্তি রয়েছে।

২০১৩ সালে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা বারাক ওবামার স্বাস্থ্য নীতিতে অর্থায়নে রাজি না হওয়ায় ১৬ দিন শাটডাউন ছিল। তার আগে ১৯৯৫ সালের ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের জানুয়ারি পর্যন্ত ২৭ দিন শাটডাউন চলেছিল। ওইবার স্বাস্থ্য বীমা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের জেরে এমন ঘটনা ঘটেছিল।