কাবুলের বিলাসবহুল হোটেলে বন্দুক হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।  চারজনের ওই হামলায় অনেকে জিম্মি হয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

b9d58c1e153d4df4be6c5167704558d6_18

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত নয়টার দিকে এই হামলা চালানো হয়। এখনও কোনও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, স্পেশাল ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করছে। বন্দুকধারীদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও রয়েছে।

আরেকজন মুখপাত্র জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলের তৃতীয় ও চতুর্থ ফ্লোর থেকে গুলি বিনিময় করেছে।  হোটেলের রান্নাঘারে আগুন লাগিয়ে দিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক অতিথি জানান, তারা তাদের রুমে লুকিয়ে আছেন।  তিনি বলেন, ‘আমরা জানি না হামলাকারীরা ভেতরে কি না। কিন্তু আমরা প্রথম তলায় অনেক গুলির আওয়াজ পাচ্ছি।’

রাষ্ট্রমালিকানাধীন হোটেলটিতে প্রায় বিয়ে ও রাজনৈতিক অনুষ্ঠান হয়ে থাকে। এর আগে ২০১১ সালে তালেবানের হামলায় এখানে ২১ জন নিহত হয়েছিলেন।