সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে ফ্রান্সের জরুরি বৈঠক আহ্বান

সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন প্রদেশে তুরস্কের অভিযান শুরুর পর এ বৈঠক ডাকা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভেস লে দ্রিয়ানের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
আফরিন থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরুর পরপরই সেখানে কুর্দিদের অবস্থানে বিমান হামলা শুরু করে তুরস্ক। রবিবার (২১ জানুয়ারি) আফরিনে তুর্কি সেনারাও ঢুকে পড়ে। এর পর পরই নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভেস লে দ্রিয়ান এক টুইট বার্তায় বলেন, ‘ঘৌটা, ইদলিব, আফরিন-নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স।’ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, রবিবার সকালে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।

২০১২ সাল থেকে আফরিন অঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের তাড়াতে চেষ্টা করছে তুরস্ক। এসব কুর্দি যোদ্ধাদের অনেকেই আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। তুরস্কের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।