সিডনিতে ট্রেন দুর্ঘটনায় আহত ১৫

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। জরুরি সার্ভিস কর্মীরা তাদের চিকিৎসা দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

sydney-train

প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি ট্রেন বাফারের সঙ্গে ধাক্কা খায়। এতে ভেতরে থাকা যাত্রীরা আহত হন। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্ট্রেচারে করে আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।  

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের মুখপাত্র ক্রিস ব্রায় বলেন, হালকা থেকে বড় আঘাতপ্রাপ্ত সবাইকেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। বাকিরা হালকা চিকিৎসাতেই সেরে উঠবেন।

 ট্রেন অপারেটর এক টুইটবার্তায় বলেন, রেলপথের শেষে এক বাফারের সঙ্গে ধাক্কা খায় ট্রেনটি।  ১০ অ্যাম্বুলেন্সকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।