৭.৯ মাত্রার ভূমিকম্পের পর আলাস্কায় সুনামি সতর্কতা






৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দিনগত রাত ১২.৩১ মিনিটে (আন্তর্জাতিক মান সময় নয়টা ৩১) ওই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে এর কেন্দ্রস্থল ছিলো কোডিয়াক শহর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটির ২৫ কিলোমিটার গভীরতায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলাস্কা উপকূলমার্কিন আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, আলাস্কা উপকূল ও ব্রিটিশ কলম্বিয়ার জন্য সুনামি সতর্কতা প্রযোজ্য হবে। পশ্চিম উপকূলের জন্য থাকবে সুনামি পর্যবেক্ষণ সতর্কতা। তবে হাওয়াই দ্বীপপুঞ্জ ও গুয়াম এলাকার জন্য সুনামি পর্যবেক্ষণ সতর্কতা জারির পর তা সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে উপকূলীয় এলাকায় কর্মকর্তারা সুনামি সতর্কতা ঘোষণার সময়ে বলছেন ‘জীবন আর সম্পত্তির মারাত্মক ঝুঁকি রয়েছে।’

এসব সতর্কতায় স্থানীয়দের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হলেও আলাস্কা উপকূলের হোমার, সেওয়ার্ড, কোডিয়াক, উনালাস্কাসহ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। গভীর রাতে অনেকেই বাড়িঘর ছেড়ে গেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
কোডিয়াক পুলিশ জানিয়েছে, উপকূলের পোতাশ্রয়গুলো থেকে পানি কমতে শুরু করেছে।