তুরস্কে ৮২ রকেট নিক্ষেপ কুর্দি বিদ্রোহীদের

সিরীয় ভূখণ্ড থেকে তুরস্কে ৮২টি রকেট নিক্ষেপ করেছে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিওয়াইডি বা পিকেকে। ২০ জানুয়ারি সিরিয়ার আফরিন ছিটমহলে বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরুর পর থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়। শুক্রবার আঙ্কারায় এক অনুষ্ঠানে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম বলেছেন, ১২ দিনে কুর্দি বিদ্রোহীদের নিক্ষেপ করা রকেটের আঘাতে পাঁচ বেসামরিক তুর্কি নাগরিক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

nonameতুরস্কের সীমান্তবর্তী রেহানলি, হাতায় এবং কিলিস প্রদেশে এসব রকেট হামলা চালানো হয়।

বিনালি ইয়েলদ্রিম বলেন, এসব রকেট হামলার কারণে পাঁচ তুর্কি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক নাগরিক। এর বাইরে বিভিন্ন ভবন ও মসজিদে রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে তাদের সুড়ঙ্গ ও অবস্থানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পুরোপুরি উৎখাত করা হবে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, অপারেশন অলিভ ব্রাঞ্চের লক্ষ্য হচ্ছে তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য সিরিয়ার আফরিন ছিটমহল থেকে সন্ত্রাসী উপাদানগুলোকে উৎখাত করা। আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার তুরস্কের রয়েছে।