যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত, আহত শতাধিক

 

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় একটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত দুই জন নিহত ও ১১৬ জন আহত হয়েছে। নিহত দুইজনই যাত্রীবাহী ট্রেনের যাত্রী। সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যকমাস্টার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন

খবরে বলা হয়, রবিবার একটি যাত্রীবাহী ট্রেন নিউ ইয়র্ক থেকে মিয়ামির দিকে যাচ্ছিল। পথে সাউথ ক্যারোলাইনার কিয়াকি শহরের কাছে আরেকটি মালগাড়ীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। সে সময় এই হতাহতের ঘটনা ঘটে। সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যকমাস্টার বলেন, দুঘর্টনার সময় যাত্রীবাহী ট্রেনটি ভুল পথে চলছিল।

দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযানে নামে আমেরিকান রেডক্রস। তারা জরুরিভিত্তিতে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়। ম্যকমাস্টার বলেন, ১১৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সামান্য চামড়া কাটা থেকে শুরু করে হাড় ভাঙা রোগীও রয়েছেন। যাত্রীদের সহায়তার জন্য পাশের একটি স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

গভর্ন ম্যকমাস্টার বলেন, ধারাবাহিক ট্রেন দুর্ঘটনার পর আমাদের দেশের রেলের নিরাপত্তা নিয়ে জাতীয় আলোচনা হওয়া উচিত। মাত্র চার দিন আগে ভার্জিনিয়ায় আইনপ্রণেতাদের বহনকারী একটি ট্রেনে দিয়ে একটি ট্রাকের চালক নিহত হন।

এদিকে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক শোক বার্তায় তিনি বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’ শোক জানিয়েছেন সাউথ ক্যারোলাইনার সিনেটর টিম স্কটও।