ডেমোক্র্যাট নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের হাউস ইন্টিলিজেন্সের শীর্ষ ডেমোক্র্যাট নেতা অ্যাডাম শিফের বিরুদ্ধে রাষ্ট্রের ‘গোপনীয়’ তথ্য ফাঁসের  অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এফবিআই ও বিচার বিভাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে হাউস ইন্টিলিজেন্স স্মারকলিপি প্রকাশ করতে পারে বলেই আগেই খবর ফাঁস হয়েছিল। পরে শুক্রবার তা প্রকাশ করা হয়। এই তথ্য ফাঁসের ঘটনায় তিনি এই ডেমোক্র্যাট নেতার বিরুদ্ধে অভিযোগ করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ডেমোক্র্যাট নেতা অ্যাডাম শিফ

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে চলমান তদন্তের সমালোচনা করেছে হাউস ইন্টিলিজেন্স। ট্রাম্পও বার বার বলে আসছেন যে, তার বা তার প্রচারাভিযান দলের সঙ্গে রাশিয়ার কোনও যোগসাজশ ছিল না।

ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, ‘অবৈধভাবে গোপনীয় তথ্য ফাঁস করার জন্য অ্যাডাম শিফ কমিটির গোপন শুনানি ছেড়ে বেরিয়ে গেছেন। এটা অবশ্যই বন্ধ করতে হবে।’

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় এফবিআই ও বিচার বিভাগ পক্ষপাতদুষ্ট আচরণ করছে উল্লেখ করে শুক্রবার স্মারকলিপি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের হাউজ ইন্টিলিজেন্স প্যানেল।

ট্রাম্প বলেন, `স্মারকলিপিটি তার সাফাই দিয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, তা আমাদের সংকটময় পরিস্তিতি তুলে ধরেছে। ডেমোক্র্যাটরা মিথ্যাপ্রমাণ প্রকাশ করার জন্য চাপ দিচ্ছিল।’

তবে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ওই স্মারকলিপিকে গুরুত্বহীন অ্যাখ্যা দিয়ে রবার্ট মুলারের অধীনে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চালু রাখার কথা জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অ্যাডাম শিফের কোনও মন্ত্রব্য যোগাড় করতে পারেনি রয়টার্স।