উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন কঠিন অবরোধ আরোপের পরিকল্পনা করছে যা আগে কখনও করেনি। জাপানের রাজধানী টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও পেন্স নিশ্চিত করছেন, পিয়ং ইয়ং যাতে পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্প চূড়ান্তভাবে বন্ধ করে দেয় তা নিশ্চিত করতেই কঠোরতম অবরোধের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পথে টোকিওতে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাপানসহ আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আমরা উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে থাকবো; যতক্ষণ না পর্যন্ত দেশটি পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে সম্পূর্ণ, যাচাইযোগ্য ও নিশ্চিত পদক্ষেপ না নেবে’। এ সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার সঙ্গে ছিলেন।

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাইক পেন্স। তিনি জানিয়েছেন, শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের সুবাদে উত্তর কোরিয়া যেন সত্যকে ঢেকে রাখতে না পারে সেটা নিশ্চিত করাই তার দক্ষিণ কোরিয়া সফরের উদ্দেশ্য।

জাতিসংঘের আরোপ করা বিভিন্ন অবরোধের পাশাপাশি যুক্তরাষ্ট্র নিজেও উত্তর কোরিয়া ও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। যুক্তরাষ্ট্র মনে করে, অর্থনৈতিক অবরোধ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্পকে বাধাগ্রস্ত করবে এবং দেশটির অর্থনীতিকে চরম বিপদে ফেলবে। এতে দেশটির শীর্ষ নেতৃত্ব ক্ষেপণাস্ত্র প্রকল্পের বিষয়ে জেদ ছেড়ে দিয়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে।