সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত ৬ বেসামরিক

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। রবিবার রাতে পূর্ব ঘৌটায় এই বিমান হামলা চালানো হয়।

2018_2-7-Assad-regimes-airstrikes-over-Eastern-Ghouta20180207_2_28569719_30538300মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে জানা যায়, হামলায় দুইজন শিশু ও একজন নারী নিহত হয়েছেন।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা দল বা হোয়াইট হেলমেটস জানায়, রবিবার রাতে পূর্ব ঘৌটায় অভিযান চালায় আসাদ বাহিনীর যুদ্ধবিমান। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান।

হরাস্তা, ইরবিন, হামুরিয়া, দুমা, সাকবা, ইরবিনে ২১টি বিমান হামলা চালানো হয়।

শনিবার জাতিসংঘ জানিয়েছিল, সিরিয়ায় এক সপ্তাহে ২৭৭ জন বেসামরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২৩০ জনই প্রাণ হারিয়েছেন পূর্ব ঘৌটা এলাকায়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ আল হুসেন বলেছেন, ৪ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ২৭৭ জন বেসামরিককে হত্যা করা হয়েছে।